OUR RECENT WORKS

জুলাই মাসের প্রথমার্ধে সারা দেশে পালিত হয় বন মহোৎসব, যে উৎসবের মূল উদ্দেশ্য হল প্রধানত বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। বন মহোৎসব ২০২২ উপলক্ষ্যে রাজ্যবাসী ও বনদপ্তরের প্রতি তাঁর শুভেচ্ছাবার্তায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষার ওপর জোর দিয়েছেন, যাতে এই লক্ষ্যে আরও দৃঢ়ভাবে এগোতে পারি আমরা।সবুজায়ন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে সরকারের নানা পরিকল্পনার দিকে মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অরণ্য ও বন্যপ্রাণ রক্ষার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের ফলে বৃদ্ধি পেয়েছে বাংলার বনাঞ্চল ও বৃক্ষের আচ্ছাদন। পাশাপাশি রয়েছে ‘সবুজশ্রী’-র মতো প্রকল্প, যার ফলে সাধারণ মানুষও উৎসাহিত হয়েছেন অরণ্য রক্ষায় ব্রতী হতে।আমাদের কাজে উৎসাহ দানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।মুখ্যমন্ত্রীর বার্তাকে পাথেয় করে আজ বারাসাত ১০ নম্বর ওয়ার্ডে পাওনিয়ার পার্কে -পৌর প্রতিনিধি দেবব্রত পালের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো#আপনি_হোন_সবুজের_অভিভাবকউক্ত অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেছিলেন –1.শ্রী জ্যোতি প্রিয় মল্লিক( বন ও প্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী -পশ্চিমবঙ্গ সরকার )2. শ্রী পার্থ ভৌমিক- (বিধায়ক…

Read more

মন্দিরে যেমন ঈশ্বরের বাস, ঠিক তেমনই হাসপাতালে চিকিৎসকররাই হলেন আমাদের ভগবান। আজ চিকিৎসক দিবসে ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পাল মহাশয় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে , তাঁর ওয়ার্ডের অন্তর্গত সকল চিকিৎসকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা এবং শুভেচ্ছা প্রদান করলেন, এই অভিনব উদ্যোগে খুশি চিকিৎসক মহল। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান শ্রী অশনি মুখার্জী মহাশয়।।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে গ্যাস ডিলারদের নানান সমস্যা নিয়ে এক বৈঠক হলো বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভৌমিকের উপস্থিতিতে গ্যাস ডিলারদের আগামী কর্মসূচি কি হবে সেইসব নিয়েই এই বৈঠক ছিল গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবব্রত পাল সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্যরা এদিনের বৈঠকে গ্যাস ডিলারদের পক্ষ থেকে জানা গেছে বৈঠকে যা আলোচনা হয়েছে তাতে তারা খুশি|

হোক গর্জন প্লাস্টিক বর্জন আগামী ১ লা জুলাই,২০২২ থেকে সমগ্র স্থানে ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিকের ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই বার্তাকে পাথেয় করে বারাসাত পৌরসভাকে প্লাস্টিক মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বারাসাত পৌরবোর্ড। বারাসাত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পাল সর্বত্র সচেতনতা গড়ার লক্ষ্যে হেলাবট তলা বাজার, মাছ বাজার, সব্জি বাজার, ফুল বাজার, মুদি দোকান তৎসহ সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছেগিয়ে এই বার্তাই পৌছে দিলেন। আসুন আমরা সকলে প্লাস্টিক মুক্ত বারাসাত গড়ি এবং পরিষ্কার পরিছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে প্লাস্টিক বর্জন করি।।

বিনা নোটিশে ফুট ওভারব্রিজ বন্ধের প্রতিবাদে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন বারাসতবাসী । এই ইস্যুতে মঙ্গলবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বারাসত স্টেশন ম‍্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল(TMC councillor)। অহরহ স্লোগান এবং তীব্র বাদানুবাদের জেরে এদিন সরগরম হয়ে ওঠে বারাসত স্টেশন চত্বর(Protest in Barasat Station)। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে পুরনো একটি ফুট ওভারব্রিজ রয়েছে দীর্ঘদিন ধরে । স্টেশনের মধ্যবর্তী স্থানে এই ফুট ওভারব্রিজটি জলমগ্ন থেকে ব্যবহার করে আসছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ । স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে পুরনো এই ফুট ওভারব্রিজটি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়া এপার থেকে ওপারে যাতায়াতের মাধ্যম হিসাবেও রেলের এই ফুট ওভারব্রিজটি ব‍্যবহার করে থাকেন দুই পাড়ের অসংখ্য সাধারণ মানুষ । গুরুত্বপূর্ণ সেই ফুট ওভারব্রিজটি আপাতত রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ(closure of foot overbridge)। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । যদিও…

Read more

সংস্কৃত শব্দ ‘যুজ’ থেকে আহরিত যোগ এর অর্থ হল ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার মিলন।যোগের জ্ঞান ৫০০০ বছরের পুরানো ভারতীয় জ্ঞান। এসব কিছু আসলে মানুষের মন ও আত্মার ভেতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করে তোলবার বৈজ্ঞানিক পদ্ধতিকে হালকা করে, ছোট করে দেখা। এই যোগবিজ্ঞানের মধ্যেই জীবনকে পূর্ণরূপে অতিবাহিত করবার, উপভোগ করবার সারকথা নিহিত আছে। সহজ যোগ হল স্বতন্ত্র চেতনার সঙ্গে ঈশ্বরের দৈবশক্তির এক স্বতঃস্ফূর্ত মেলবন্ধন। আজ বারাসাত পাওনিয়ারের মাঠে ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পালের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হোলো এক ‘যোগ শিবির’ আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।।

গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব: গতকাল বারাসাত ৩ নং ওয়ার্ডে গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে বারাসাত ১০ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবব্রত পাল মহাশয়।। ন’পাড়া এথেলেটিক ক্লাব: বারাসাত ১১ নম্বর ওয়ার্ডে ন’পাড়া এথেলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পাল মহাশয়| একতা সংঘ: আজ ৩ নম্বর ওয়ার্ডে দ্বিজহরিদাস নগরের অন্তর্গত একতা সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে বারাসাত ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবব্রত পাল মহাশয়।।

আসুন একসাথে মিলে পোলিওকে নির্মূল করি আজ বাচ্চাদের পোলিও কর্মসূচীতে অংশগ্রহণ করলেন বারাসাত ১০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি দেবব্রত পাল মহাশয়|

দীর্ঘ ২২ বছর সিপিএম এর দখলে ছিল বারাসতের 10 নম্বর ওয়ার্ডটি। এবার এই ওয়ার্ডে জয়ী হন তৃণমূল প্রার্থী দেবব্রত পাল। এই ওয়ার্ডের দলের কোনো কার্যালয় ছিল না। এবার চালু হলো সেটিও। শনিবার পাইনিয়ার পার্কে কার্যালয়ের উদ্বোধন করে দলের সাংগঠনিক জেলা সভাপতি তথা পৌর প্রশাসক অশনি মুখোপাধ্যায় বলেন, লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী ও বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কর্ম হবে এই অফিস থেকে। ছিলেন প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখোপাধ্যায় সহ অন্যরা।ওয়ার্ড তৃণমূলের পক্ষে সংকট মোকাবেলায় করা হয় রক্তদান শিবির। একটি ওয়েবসাইটের উদ্বোধন হলো কাউন্সিলর দেবব্রত পাল বলেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দা জানতে পারবেন মুখ্যমন্ত্রী প্রকল্প গুলি সম্পর্কে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে সুবিধা অসুবিধা।

কাউন্সিলর হিসেবে পাওয়া নিজের সাম্মানিক ভাতা ১০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভাগ করে দিলেন বারাসাত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। শনিবার এই কর্মকান্ডের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, ক্যারাম প্রতিযোগিতা ও ওয়ার্ডের নতুন একটি ওয়ার্ড অফিস উদ্বোধন হয়। ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের নেতারা। দেবব্রত পাল জানান ইন্টারনেট পরিষেবা মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দাদের ‘দুয়ারে নাগরিক পরিষেবা’ চালু করলেন তিনি।

10/25